বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত গোমতী নদীর টিক্কার চর, চানপুর ব্রিজ ও সংরাইশ এলাকা ঘুরে দেখা গেছে, কিছু কিছু স্থানে চরাঞ্চল পানিতে তলিয়ে গেছে। চরের বাড়ি ঘরে পানি উঠে গেছে। মানুষ তাদের ঘরের মালামাল নদীর বেড়িবাঁধের উপর সরিয়ে নিচ্ছে।
টানা দুদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে কুমিল্লার গোমতী নদীর পানি হঠাৎ বেড়ে গেছে। তবে এখনো তা বিপদসীমার প্রায় ১০ ফুট (তিন মিটার) নিচে রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।